Bkash Marchant Account Create
এইগুলা প্রয়োজন হবে⬇️⬇️⬇️
✅এন আইডি কার্ড এর দুই পাশের ছবি
✅যার এন আইডি তার মোবাইলের ক্যামেরা দিয়ে তোলা একটা ছবি যেনো ডানে বামে জায়গা থাকে ✅মোবাইল নাম্বার
✅ইমেইল
✅নমিনির আইডি কার্ড এর ছবি
✅সিমের মালিকানা প্রমাণ⬇️
যদি সিম এই ব্যক্তির নামে হয়।
✅*16001# ডায়াল করেন।
✅অপশনে দিবেন ব্যক্তির এনআইডি এর লাস্ট 4 ডিজিট
একটা ম্যাসেজ আসবে। ম্যাসেজের স্ক্রিনশট লাগবে।
✅আপনার ইমেইল চেক করবেন।
✅বিকাশ থেকে আসা ম্যাসেজে লাল বক্সে লেখা থাকবে | Verification Link
☑️লেখার উপরে ক্লিক করবেন।
✅আপনার ইমেইল চেক করবেন।
✅বিকাশ থেকে আসা ম্যাসেজে লাল বক্সে লেখা থাকবে | Verification Link
☑️লেখার উপরে ক্লিক করবেন।
✅আবার ইমেইলে দেখবেন নতুন মেইল আসবে।
✅লাল বক্সে লেখা থাকবে ✍️bkash Business Dashboard
☑️লেখার উপরে ক্লিক করবেন।
✅পাসওয়ার্ড সেট করবেন নিম্নের মতো: Abc#1234
✅ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখন "Get Payment Link"
☑️লেখার উপর ক্লিক করেন
☑️"Default Payment Link" লেখার উপরে ক্লিক করবেন
☑️Copy লেখার উপরে ক্লিক করবেন।
✅আপনি যে লিংকটা কপি করলেন এটাই আপনার পেমেন্ট লিংক
✅বোনাস পাবার জন্য এই লিংকে ঢুকে আপনাকে ১০০ টাকা অথবা এর উপরে নিতে হবে অন্য বিকাশ থেকে। তাহলে ১০০ টাকা বোনাস পাবেন।
এই টাকা আপনার মারচেন্ট একাউন্টে ঢুকবে।
✅এখন আপনি *247# ডায়াল করবেন।
✅ অপশনে 1
✅পরে ৫ ডিজিটের পিন
✅আবারও একই পিন
✅এবার আপনি বিকাশ মারচেন্ট এপস ইউজ করতে পারবেন
No comments